Thursday , February 27 2020
Home / bangladesh / ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার চার কোটি

ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার চার কোটি২০০৭ সালের ৯ নভেম্বর। ধুমধাম করে মুক্তি পেয়েছিল দীপিকা পাডুকোনের প্রথম হিন্দি ছবি। মতো মতো, এক্ষেত্রেও নবাগতার হাত ধরেছিলেন শাহরুখ খান।

প্রায় এক যুগ আগের সেই দীপিকার সঙ্গে আজকের দীপিকার অনেক পার্থক্য। নন দিনে দাঁড়িয়ে তিনি শুধুমাত্র বলিউডের অন্যতম সফল অভিনেত্রীই নন, হলিউডেও নিজের জায়গা পাকা করেছেন। সারা দুনিয়া জুড়ে তাঁর অসংখ্য ভক্ত।

নয় সিনেমার পর্দায় নয়, সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার সংখ্যা এবার ছাড়ালো চার কোটির ঘর অর্থাৎ ৪০ মিলিয়ন।

ইনস্টাগ্রামে চার কোটির মাইলফলক উদযাপন করতে ভাগ্যবান ভক্তদের ৪০ টি ‘ধন্যবাদ’ নোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দীপিকা। একটি ভিডিও শেয়ার করে এই বার্তা দিয়েছেন তিনি। যাচ্ছে দেখা যাচ্ছে, নিজের ছবিতে নোট লিখে খামে ভরছেন রণবীর সিংয়ের এই সহধর্মিণী।

লিখেছেন শেষে দীপিকা লিখেছেন, ‘আপনাদের জন্যই এতদূর আসতে পেরেছি। ৪ কোটির ঘর স্পর্শ করতে সহায়তার জন্য ধন্যবাদ। ভালোবাসা রইলো। ’

বাংলাদেশ জার্নাল / কেআই


Source link